• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ‘গোপন বৈঠক’ থেকে বিএনপির ৯ নেতাকর্মী আটক

রাজশাহী প্রতিনিধি

  ২০ জুন ২০১৮, ১৯:০৪

রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃতরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠক করছিলেন।

বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলার জিউপাড়া-নকুলবাড়ীয়া বাজারে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল জলিল, যুগ্ম আহ্বায়ক শহীদুলসহ নয়জনকে আটক করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিল উদ্দীন আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরাসহ ৩০-৩৫ জন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নয়জনকে আটক করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

ওসি জানান, এ বিষয়ে থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০ জনকে আসামি করে বিশেষ আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
X
Fresh