• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রায়পুরায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২

নরসিংদী প্রতিনিধি

  ২০ জুন ২০১৮, ১৫:২২

নরসিংদীর রায়পুরা কলেজ মাঠে ফুটবল খেলতে আসার পথে ট্রাক্টর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার সকাল সাতটার দিকে নরসিংদী-রায়পুরার খাকচর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভুঁইয়ার ছেলে মো. মামুন ভুঁইয়া (১৮), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)।

এ ঘটনায় নুরুল ইসলামের ছেলে সজিবসহ গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

----------------------------------------------------------------------
আরও পড়ুন : ময়মনসিংহে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
----------------------------------------------------------------------

পুলিশ জানায়, সকাল সাতটার দিকে নরসিংদীর মেথিকান্দা শেষ মাথায় রায়পুরা-খাকচর রোডে পলাশতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে গাড়ি চালক বাবু (১৮) ফুটবল খেলোয়ারসহ ৩০ জনকে নিয়ে রায়পুরা কলেজ মাঠে রওয়ানা হয়। এসময় বাবু বেপরোয়া ট্রাক্টর চালানোর সময় রাস্তার মোড় ঘুড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ইঞ্জিন রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত হয় আরও ১০ জন। দ্রুত তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

ফুটবল খেলতে যাওয়ার পথে প্রাণ হারালো ২ কিশোর

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh