• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাভারে আ’লীগ-যুবলীগের গোলাগুলি, আটক ৩

সাভার প্রতিনিধি

  ২০ জুন ২০১৮, ১০:৫৫

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্লা এবং বিরুলিয়ার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস। আটকদের আজ আদালতে পাঠানো হবে।

---------------------------------------------------------------------------------
আরও পড়ুন : ইয়াবায় গড়মিল, মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলার অভিযোগ
---------------------------------------------------------------------------------

পুলিশ সূত্রে জানা যায়, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়াকৈর গ্রামে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্লা ও সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের মধ্যে সংঘর্ষে বাধে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে সেলিম মণ্ডল, সামাদ মোল্লা ও বিরুলিয়ার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিসকে আটক করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের আটক করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh