• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুন্সীগঞ্জের ‘সাধনার দাদু’ আর নেই

অনলাইন ডেস্ক
  ১৯ জুন ২০১৮, ১৭:২২

চলে গেলেন মুন্সীগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব যতীন্দ্র চন্দ্র ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর। তিনি মুন্সীগঞ্জের মানুষের কাছে ‘সাধনার দাদু’ হিসেবে পরিচিত ও সর্বজন শ্রদ্ধেয়।

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে এগারটায় নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন।

পুরোহিত যতীন্দ্র চন্দ্র ভট্টাচার্য সাধনার ওষুধ বিক্রির পাশাপাশি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রি করতেন।

১০৮ বছরেও যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য ছিলেন কর্মক্ষম। তিনি শারীরিক ব্যয়াম করতেন নিয়মিত। সাধনার দাদু যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য সব সময় হেঁটেই চলাচল করতেন। শরীরের প্রতি সদা যত্নবান ছিলেন।

মৃত্যুকালে তিনি ৮০ ঊর্ধ্ব বয়সের স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে ছাড়াও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

যতীন্দ্র চন্দ্র ভট্টাচার্যের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা জানানো হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনমজুর ও পথচারীদের মাঝে ছাতা বিতরণ
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ 
মুন্সীগঞ্জে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলি, নিহত ১
পদ্মায় রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্কুলছাত্র নিখোঁজ
X
Fresh