• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৯ জুন ২০১৮, ১৪:৪৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার খাদুন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার রনাগল এলাকার হারুন মিয়ার ছেলে সোহেল মিয়ার নাম জানা গেছে। অন্যজনের নাম জানা যায়নি।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই)রিপন মিয়া আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার সকাল ১১ টায় রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে লেগুনার চালক সোহেল মিয়া ও অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
X
Fresh