• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির হ্যাটট্রিকে হারলো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

নড়াইল প্রতিনিধি

  ১৯ জুন ২০১৮, ১০:৫৮

বিশ্বকাপ উন্মাদনায় ছেয়ে গেছে গোটা দেশ। বাদ যায়নি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর তার শহর নড়াইল।

বাড়িতে এলেই বন্ধুদের সাথে ফুটবল, ভলিবল খেলায় মেতে ওঠেন তিনি।

গতকাল সোমবার বিকেলে মাশরাফি তার বন্ধুদের নিয়ে খেলতে নেমে পড়েন নিজের গড়া সামাজিক সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রশিক্ষিত ফুটবল দলের বিপক্ষে।

মাশরাফির বাড়ি সংলগ্ন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

অনানুষ্ঠানিক এই ম্যাচে মাশরাফির নেতৃত্বে খেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে তার স্বেচ্ছাসেবক বন্ধুরা।

অন্যদিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফুটবল প্রশিক্ষক কার্তিক দাসের নেতৃত্বে খেলে প্রশিক্ষণরত একাদশ।

খেলায় মাশরাফির দল ৫ গোল দেয় এবং অন্যদিকে প্রশিক্ষনরত টিম ৩ গোল পরিশোধ করে। নিজের দলের ৫ গোলের ৩ গোলই দেন মাশরাফি।

খেলার মধ্য বিরতির পরে মাঠে নেমে মাশরাফি ৩ গোল করেন। খেলা শেষে মাশরাফিকে ঘিরে চলে ভক্তদের ভিড়।

খেলা দেখতে মাঠে চলে আসেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ও মামা নাহিদ সহ পরিবারের আরও অনেকে।

সাম্প্রতিক সময়ে সংসদ নির্বাচনের ব্যাপারে গুঞ্জন ওঠায় স্থানীয় মিডিয়াকে এড়িয়ে চলছেন নড়াইলের কৌশিক।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh