• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মোবাইল ফোন চোর আখ্যা দিয়ে মানসিক প্রতিবন্ধীকে নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৯ জুন ২০১৮, ০৯:৩২

নারায়ণগঞ্জের বন্দরে মোবাইল চোর আখ্যা দিয়ে এক মানসিক প্রতিবন্ধীকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল গালিমপুর এলাকার ইজ্জত আলীর বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ব্যক্তির নাম খোকা মিয়া (২৫)। তিনি ওই এলাকার মৃত ছামসুল হকের ছেলে।

এলাকাবাসী জানান, প্রায় এক সপ্তাহ আগে বন্দরের গালিমপুর এলাকার ইজ্জত আলীর বাড়ি থেকে একটি মোবাইল সেট চুরি হয়। সোমবার একই গ্রামের মানসিক প্রতিবন্ধী খোকা মিয়া ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ইজ্জত আলী ও তার পরিবারের লোকজন তাকে ধরে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসী উত্তেজিত হয়ে উঠে। গ্রামবাসী বিক্ষোভ মিছিল শুরু করে এবং ইজ্জত আলীর পরিবারকে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে কামতাল তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নির্যাতিত খোকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বন্দর পুলিশ কর্মকর্তা প্রদ্যুত সরকার জানান, চোর আখ্যা দিয়ে এক প্রতিবন্ধী যুবকের উপর নির্যাতন চালানো হয়েছে। যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইজ্জত আলী ও তার পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
যে কারণে জেল থেকে বের হয়েই স্ত্রীকে হত্যা করল স্বামী 
অপবাদ দিয়ে স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতন
প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীর জরায়ুতে মরিচ দিয়ে নির্যাতনের অভিযোগ
X
Fresh