• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজারে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

  ১৮ জুন ২০১৮, ২৩:৫১

কক্সবাজারের উখিয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- আবু সিদ্দিকের ছেলে মো. ফাহিম (৮), আবু সিদ্দিকের ছোট ভাই আবদুল কাদেরের মেয়ে তাসফিয়া (৬) ও ছাফা মারওয়া (৩)।

রত্নাপালং ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম জানান, বিকেলে শিশু তিনটি একটি খেলনা গাড়ি নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এসময় পরিবারের সদস্যদের অজান্তে গাড়িটিসহ পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে তিন শিশুর মৃতদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করে দ্রুত উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রগতি চাকমা তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
যেভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
সাঁতার শিখতে এসে শাবিপ্রবিতে পুকুরে ডুবে বহিরাগত শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh