• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে আ.লীগ নেতার ঈদ কর্মসূচি পণ্ডের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৮ জুন ২০১৮, ১৮:১৫

মানিকগঞ্জে পুলিশি বাধায় পণ্ড হলো কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রাক্তন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলের ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি। নির্ধারিত সিডিউল অনুযায়ী সোমবার সকাল ১০টায় সিঙ্গাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু থেকে জিপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে তিনি তার কর্মসূচি শুরু করেন।

সিঙ্গাইর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে তার গণযোগাযোগ করার কথা ছিল।

এ বিষয়ে প্রাক্তন জাতীয় ফুটবলার দেওয়ান শফিউল আরেফীন টুটুল জানান, তিনি এই কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি নিয়েছিলেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বের হন।

তিনি সিঙ্গাইর উপজেলার ধল্লা, জামির্তা, জয়মন্টপ, তালেবপুর, গোবিন্দল, বায়রা ইউনিয়ন ও সিঙ্গাইর পৌরসভা ঘুরে বলধরা ইউনিয়নে যাওয়ার পথে কাশেমপুর এলাকায় পৌঁছলে সিঙ্গাইর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার গাড়িবহর গতিরোধ করে তাকে কর্মসূচি বন্ধ করতে বলে।

কেন এই শান্তিপূর্ণ কর্মসূচি করা যাবে না এমন প্রশ্নের জবাবে ওই এসআই বলেন, উপরের নির্দেশেই এই কর্মসূচি বন্ধ করা হয়েছে।

এ প্রসঙ্গে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন আরটিভি অনলাইনকে বলেন, গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার কারণে জনগণের সড়কে চলাচল বিঘ্নিত হওয়ায় টুটুলের কর্মসূচি বন্ধ করে দেয়া হয়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, তার কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার কথা নয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশি বাধায় মহিলা দলের নারী দিবসের র‍্যালি পণ্ড
হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী
পুলিশের বাধায় পণ্ড গণতন্ত্র মঞ্চের কর্মসূচি
হীরেন পণ্ডিতের বই ‘বাংলাদেশ : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’
X
Fresh