• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ: ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

পাবনা প্রতিনিধি

  ১৮ জুন ২০১৮, ১৭:০৪

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে যাত্রীবাহী ছয়টি আন্তঃনগর ট্রেনের ৬০০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর দুইটা পর্যন্ত ঈশ্বরদী জংশন স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ছয়টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এর আগে রোববার সকাল থেকে অভিযান শুরু হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, তার নেতৃত্বে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী জংশন স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ছয়টি আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ট্রেনে চড়া ৬০০ যাত্রী কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলীম বিশ্বাস মিঠু।