• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে জেএসএস সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

  ১৭ জুন ২০১৮, ২৩:৪৮

ফের রক্তাক্ত পাহাড়ের সবুজ ঘাস। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) রুপকারি ইউনিয়ন কমিটির সদস্য সুরেন বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ(রোববার) রাত ৮ টার দিকে এঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জানতে পেরেছি সুরেন বিকাশ চাকমা নামে একজনে গুলি করে হত্যা করা হয়েছে।

জেএসএস (এমএনলারলা) দলীয়ভাবে এই ঘটনার জন্য প্রসীত গ্রুপ ইউপিডিএফ দায়ী করছে।

পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির বাঘাছড়ির সভাপতি সুরেশ কান্তি চাকমা ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন।

জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতারা বলেন, সন্ধ্যায় নিজের বাসার সামনে সুরেন চাকমাকে ব্রাশফায়ারে হত্যা করা হয়। হামলাকারীরা ছিল সাত থেকে আটজন। সবার হাতে অস্ত্র ছিল।

অন্যদিকে ইউপিডিএফ অস্বীকার করে বলছেন এই ঘটনার সাথে ইউপিডিএফ এর কোনও সম্পর্ক নেই।

ইউপিডিএফ এর অন্যতম সংগঠক নিরন চাকমা বলেন, কখন কি হলো আমরা জানিও না আর তারা আমাদের দোষারোপ করছে। এটা তাদের নিজের মধ্য সমস্যার কারণে হতে পারে।

উল্লেখ্য, গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। তিনি জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। পরদিন শুক্রবার শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন নিহত হন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পাসপোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড জালিয়াতি, গ্রেপ্তার ১
X
Fresh