• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটির দুই উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রাঙামাটি প্রতিনিধি

  ১৭ জুন ২০১৮, ১১:৫৮
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

পাহাড়ি ঢলে কাচালং ও রাইংক্ষং নদীর পানি বেড়ে যাওয়ায় এখনো পানির নিচে আছে ওই দুই উপজেলার কয়েকটি গ্রাম।

পানির উচ্চতা বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বসতবাড়ি ও কৃষি জমি পানিতে ডুবে গেছে।

এদিকে বাঘাইছড়িতে ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ছাড়াও পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন স্কুল, কলেজ ও মার্কেটসহ বিভিন্ন পাকা ভবনে অবস্থান নিয়েছে।

জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, রাঙামাটি জেলা প্রশাসন বাঘাইছড়ি দুর্গত এলাকার জন্য ৩০ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দিয়েছে। উপজেলা প্রশাসন বন্যাকবলিত এলাকায় দুর্গতদের লোকজনের জন্য কাজ করছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো. আবদুর রহমান জানান, কাপ্তাই হ্রদের পানি প্রবাহ স্বাভাবিক উচ্চতায় রাখতে কাপ্তাই বাঁধের ১৬ টি স্পিলওয়ে ৬ ইঞ্চি খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
X
Fresh