• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেনাপোলে গৃহবধূকে হত্যার অভিযোগ

বেনাপোল সংবাদদাতা

  ১৬ জুন ২০১৮, ২১:২৯

বেনাপোলে শারমিন আক্তার সীমা (২৪) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলে বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। শনিবার সকালে পুলিশ ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

শারমিন বেনাপোল পৌরসভার বড়আঁচড়া টার্মিনাল পাড়ার নাজমুলের স্ত্রী। নিহতের পিতা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ঈদের দিন সকালে জামাইয়ের পরিবারের লোকজনদের সবাইকে বাড়ি থেকে বের হতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা ঘরে গিয়ে তার মেয়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও দাবি করেন, তার মেয়েকে জামাইসহ শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। এর আগে প্রায়ই তার জামাই মেয়েকে নির্যাতন করতো। গত মাসে অন্য একটি মেয়েকে নিয়ে তার জামাই এক মাস ঢাকায় অবস্থান করে। এতে সংসারে অশান্তি চলছিল।