• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নতুন জামা-ফিন্নি না পেলেও শান্তিতে ঈদ করতে পেরেই খুশি রোহিঙ্গারা

সাইফুর রহিম শাহীন, কক্সবাজার

  ১৬ জুন ২০১৮, ১৪:৪৫

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে উদযাপন করেছে ঈদ। প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে মাত্র কয়েক হাজার রোহিঙ্গাকে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে গরুর মাংস, নতুন জামা সেমাই ও চিনিসহ ঈদের বিশেষ উপহার প্রদান করা হলেও অধিকাংশ রোহিঙ্গা ঈদ পালন করছেন সাদামাটাভাবে।

শান্তিপূর্ণ পরিবেশে ঈদ পালন করতে পারা, আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যেতে পারাসহ নানা কারণে বেজায় খুশি রোহিঙ্গারা।

নতুন জামা, ফিন্নি বা সেমাই ভাগ্যে নাইবা জুটুক, শান্তিতে ঈদ করতে পেরে আর অন্যদের বাড়িতে ঈদের দিন বেড়াতে যেতে পেরে খুশি রোহিঙ্গারা। আর যাদের ভাগ্যে জুটেছে নতুন জামা তারা তো বেজায় খুশি। তবে ঈদের এই আনন্দ কিছুতেই ভুলিয়ে দিতে পারেনি রোহিঙ্গাদের হৃদয়ের চাপা কষ্ট। নিজেদের সহায়-সম্পত্তি, ভিটে সবকিছু হারানোর বেদনা তাদের তাড়া করে বেড়ায়।

এতকিছুর পরও বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাকে বড় ঈদের মতোই খুশি হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তারা বলেন, আমাদের অনেক কষ্টের সময় বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে সেটাই আমাদের কাছে অনেক কিছু। আমরা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ।