• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে প্রথম ঈদ জামাত সকাল ৮টায়

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৫ জুন ২০১৮, ২৩:৩৯

বাণিজ্যনগরী চট্টগ্রামে ১৬৭টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় এম এ আজিজ আউটার স্টেডিয়াম মাঠে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। তবে বৃষ্টি হলে স্টেডিয়ামের জিমনেসিয়ামে এই নামাজ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনর জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদের প্রধান জামাতের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শনিবার সকাল ৯টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার রমিজ আলম জানান, এম এ আজিজ আউটার স্টেডিয়াম মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আবু নোমান। সেখানে জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা
স্নাতক প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
৫০৪তম ম্যাচে নারাইনের প্রথম সেঞ্চুরি
X
Fresh