• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খোয়াই নদীর পানি ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

হবিগঞ্জ প্রতিনিধি

  ১৫ জুন ২০১৮, ২০:৩৪

ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ঝুঁকির মধ্যে রয়েছে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামগুলো।

বৃহস্পতিবার রাতে পানি কমলেও শুক্রবার সকালের দিকে পানি বৃদ্ধি অব্যাহত ছিল। বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার রাতে পানি কমলেও শুক্রবার সকালের দিকে পানি বাড়তে শুরু করেছে। দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটবে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh