• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৪ জুন ২০১৮, ১৮:০৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় অর্ধশত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রাম ও নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সরাইলের উচালিয়া পাড়া গ্রামের ইউপি সদস্য সায়েদ মিয়ার ছেলে সুখন মিয়ার সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের ইউপি সদস্য ফজলু মিয়ার ছেলে ছাব্বির মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রামের কয়েক শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সরাইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।