• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বুড়িমারীতে পাথর ভাঙার মেশিনগুলো মরণফাঁদ

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ১৪ জুন ২০১৮, ১৫:৩৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শতাধিক পাথর ক্রাসিং মেশিনে গুঁড়ো করা হচ্ছে পাথর। ফলে পাথরের গুঁড়োয় ছড়াচ্ছে সিলিকোসিসসহ নানা রকম জটিল রোগ।

এখানে সিলিকোসিস নামের এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে গত তিন বছরে মারা গেছেন অন্তত ৬৫ শ্রমিক। বিষয়টি জানিয়েছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা: কাশেম আলী।

তিনি বলেন, এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত সহস্রাধিক শ্রমিক। তবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও অভাবী দিনমজুররা দুমুঠো খাবার যোগাতে জীবনের চরম ঝুঁকি নিয়ে পাথর ভাঙার কাজ করছেন তারা।

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও প্রাপ্ত তথ্য মতে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন প্রায় দেড় শতাধিক পাথরবাহী ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। আর এসব পাথর বুড়িমারী স্থলবন্দর এলাকায় যত্র-তত্রভাবে রেখে শতাধিক ক্রাসিং মেশিনে তা গুঁড়ো করা হচ্ছে। পাথরের গুঁড়ায় মরণব্যাধী সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও শুধুমাত্র জীবন-জীবিকার তাগিদে মৃত্যুকে পরোয়া না করে কাজ করছেন নারী-পুরুষ শ্রমিকরা।