• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রবল বর্ষণে প্লাবিত খাগড়াছড়ি, বিদ্যুতবিহীন পুরো শহর

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

  ১২ জুন ২০১৮, ১৭:১৪

খাগড়াছড়িতে প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে জেলা শহরের ৮টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ডুবে গেছে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ৩ কিলোমিটার সড়কসহ ফসলি ক্ষেত। বন্ধ রয়েছে জেলা শহরের দোকানপাট। বিদ্যুতবিহীন রয়েছে শহরের অনেক এলাকা। ভোগান্তিতে পড়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

এদিকে জেলার প্রধান নদীতে ১৫০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানিবন্দিদের জন্য পৌরসভার পক্ষ থেকে খোলা হয়েছে ২০টি আশ্রয় কেন্দ্র।

গেলো রাত ১টা থেকে খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়া, শব্দ মিয়াপাড়া, মাস্টারপাড়া, নারাণখাইয়া, খবং পুড়িয়া, গোলাবাড়ি, গঞ্জপাড়া, ইসলামপুরসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে প্লাবিত এলাকার পানিবন্দি হয়ে পড়ে প্রায় ২৫ হাজার পরিবার। ভোরে পানি বাড়তে থাকলে নতুন করে এলাকার পাশাপাশি ডুবতে থাকে শহরের কয়েকটি সড়ক ও গ্রাম। বন্ধ হয়ে যায় দূরপাল্লার এবং জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। এতে চরম বিপাকে পড়েছে ঘরমুখী যাত্রীরা।

এছাড়া ইতোমধ্যে প্লাবিত এলাকাগুলোতে খুলে দেয়া হয়েছে আশ্রয় কেন্দ্র। অনেকেই সেখানে আশ্রয় নিয়েছে।