• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

  ১২ জুন ২০১৮, ১৪:৩০

কুষ্টিয়ার দৌলতপুরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দৌলতপুর হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই যুবককে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম হামিদুল ইসলাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইয়াসমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে দৌলতপুর হাসপাতাল রোডে পূর্ব থেকে অবস্থানরত যুবক হামিদুল ইসলাম তাকে উত্ত্যক্ত করে। এসময় ওই স্কুলছাত্রী বিষয়টি দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত হয়ে উত্ত্যক্তকারী হামিদুল ইসলামকে আটক করে। পরে উত্ত্যক্ত করার প্রমাণের ভিত্তিতে হামিদুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত যুবক হামিদুল ইসলাম উপজেলার তারাগুনিয়া গ্রামের জাকিরুল জোয়াদ্দারের ছেলে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
X
Fresh