• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৮

রাঙামাটি প্রতিনিধি

  ১২ জুন ২০১৮, ০৯:৩৮

রাঙামাটিতে পাহাড় ধসে মা-ছেলেসহ আট জন নিহত হয়েছেন।
নানিয়ারচর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা আরটিভি অনলাইনকে জানান, বড়পুল পাড়ায় ৪ জন, ধর্মচরণ কার্বারিপাড়ায় ৪ জনসহ মোট ৮ জন নিহত হয়েছেন। হাতিমারায় নিখোঁজ রয়েছেন ৫ জন।
নিহত মা-ছেলে হলেন- ৩নং বুড়ঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩) ও তার ছেলে আয়ুব দেওয়ান।

নিখোঁজরা হলেন ১ সাবেক্ষং ইউনিয়নের বড়কূল পাড়ার মহিলা মেম্বারের ছেলে রোমেন চাকমা (১৪), ২নং নানিয়ারচর ইউনিয়নের বড়কূল পাড়ার সুরেন্দু চাকমা (৫৫), রাজ্যদেবী চাকমা (৫০) ও সোনালী চাকমা (১৩)।

জানা গেছে, সোমবার ভোর রাতে বুড়িঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার একটি পরিবার মাটিচাপা পড়ে। এতে স্মৃতি চাকমা ও তার ছেলে আয়ুব চাকমা মারা যান। সকালে ওই পরিবারের ফুলজীবী চাকমা ও ইতি দেওয়ান নামে আরও দুইজনকে জীবিত উদ্ধার করে পরিবারের সদস্যরা। তবে পৃথক ঘটনায় নিখোঁজ চারজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান কোয়ালিটি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভারি বৃষ্টিতে মাটিচাপা পড়ে বুড়িঘাট ইউনিয়নে দুইজন মারা গেছে। এছাড়া সাবেক্ষং ও নানিয়ারচর ইউনিয়নে আরও ৪ জন নিখোঁজ রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
শ্রীলঙ্কার রান পাহাড়ে উঠতে বিশ্বরেকর্ড গড়তে হবে টাইগারদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন 
রোহিত ও গিলের সেঞ্চুরিতে ভর করে রান পাহাড়ে ভারত
X
Fresh