• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুর্ভোগে ৩ লাখ মানুষ

শরীয়তপুর গার্ডার ব্রিজের অ্যাপ্রোচ ধস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৬, ১১:৪৬

শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ওপর তৈরি গার্ডার ব্রিজের অ্যাপ্রোচ ধসে পড়ায় শহরের সঙ্গে ১০টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এতে প্রায় ৩ লাখ লোক চরম দুর্ভোগে পড়েছে।

শরীয়তপুর-বিনোদপুর আঞ্চলিক মহাসড়কে ২০০৮ সালে এলজিইডি কীর্তিনাশা নদীর ওপর ১০৫মিটার গার্ডার ব্রিজ বানায়।

এ ব্রিজ দিয়ে জেলার পশ্চিমাঞ্চলের ১০ ইউনিয়নের প্রায় ৩ লাখ লোক যাতায়ত করে থাকে।

কিছুদিন আগে নদীর স্রোতের টানে ব্রিজের উত্তর পাড়ের গোড়া থেকে মাটি সরে গিয়ে অ্যাপ্রোচ ধসে পড়ে।

এ অবস্থায় এলাকাবাসী শহরে যেতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন।

স্থানীয়দের দাবি, অ্যাপ্রোচ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়া হোক।

আরকে/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh