• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটুরিয়া ঘাটে সিসি ক্যামেরা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১১ জুন ২০১৮, ১৬:৩৫

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাটুরিয়া ঘাটের এক কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

সোমবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে ঈদ উপলক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, তিনি নিজে ঈদের আগে ১৫ ঘণ্টা ঘাটে দায়িত্বপালন করবেন এবং ঘাটে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা ৫ শতাধিক সদস্য একযোগে কাজ করবে।

তিনি বলেন, এবার পাটুরিয়া ঘাটে এবং ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত এলাকায় মঙ্গলবার ভোর থেকে রিকশা, ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে। ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ রাখা হবে।

পুলিশ লাইনে আইনশৃঙ্খলা রক্ষার ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ও বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট অনেকেই।

মতবিনিময় সভা শেষে মানিকগঞ্জ সদর থানায় শতাধিক গ্রামপুলিশের হাতে ঈদ উপহার তুলে দেন পুলিশ সুপার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রমাণ মুছতে সিসি ক্যামেরা নষ্ট করে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ৯
দূষণ রোধে খালের পাড়ে বসানো হবে সিসি ক্যামেরা
নাশকতা এড়াতে সিসি ক্যামেরার আওতায় আসছে রেল
X
Fresh