• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

বগুড়া প্রতিনিধি

  ১০ জুন ২০১৮, ০৮:২৬

বগুড়ায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে রিকশাচালক পিতা আব্দুর রশীদ (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পুত্র হিটলার ওরফে শুটকুকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার রাত অনুমান পৌনে ১০টার দিকে বগুড়া সদরের ছোটকুমিড়া পশ্চিমপাড়ায় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশীদ একই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় অভ্যন্তরীণ কোন্দলে সাবেক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
--------------------------------------------------------

সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, ঘাতক ছেলে হিটলার ওরফে শুটকু মাদকাসক্ত। তার বাবা আব্দুর রশীদ পেশায় একজন রিকশাচালক ছিলেন। শনিবার রাতে শুটকু তার বাবার কাছে টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় ক্ষিপ্ত শুটকু তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক স্থানীয়রা আব্দুর রশীদকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে শুটকু হাসপাতালে বাবার খোঁজ নিতে গেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh