• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোবিন্দগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৫ ব্যক্তি হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি

  ০৯ জুন ২০১৮, ১৫:৫৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে পাঁচ দিনমজুরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ আরটিভি অনলাইনকে জানান, শনিবার সকালে শহরের পান্থপাড়ায় একটি ট্রাক থেকে তাদের নামিয়ে দেয়া হয়। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হবে। সর্বস্ব খুইয়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান চার ব্যক্তির পরিচয় জানা গেছে।

তারা হলেন কুড়িগ্রাম জেলার ময়নুল ও সুমন, গাইবান্ধার কলিম উদ্দিন ও দিনাজপুরের শিপন।

চিকিৎসক জানিয়েছেন অসুস্থ সকলেই টাঙ্গাইল ও ঢাকা থেকে আসছিল। পথিমধ্যে তাদের অচেতন করা হয়েছিল। এরপর নগদ টাকা ও মোবাইল নিয়ে অপরাধীরা নেমে যায়। তারা সকলেই চিকিৎসাধীন রয়েছেন। দ্রুতই তারা সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh