• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে পুলিশসহ আহত ৮

গাইবান্ধা প্রতিনিধি

  ০৯ জুন ২০১৮, ০৯:০৭

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ ৩ মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে শহরের কাঠপট্টি থেকে মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান জীমকে আটক করা হয়। পরে রাত ১২টার দিকে জীমকে নিয়ে শহরের পূর্ব কোমরনই এলাকায় অভিযানে যায় পুলিশ।

এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। এতে এসআই আব্দুল্যা আল মামুন, এএসআই হারুন অর রশিদ, জাহিদুর রহমানসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। এসময় মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান জীম, সবুজ ও মশিউর রহমান গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। পরে আহত পুলিশ ও মাদক ব্যবসায়ীদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।