• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনে পাশ করানোর আশ্বাসে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

  ০৮ জুন ২০১৮, ১৯:০৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাশ করানোর আশ্বাসে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গাজীপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আতিকুল ইসলাম হৃদয় মুন্সীগঞ্জের লৌহজং থানার রানাদিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
--------------------------------------------------------

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আতিকুল ইসলাম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসটেন্ট প্রফেসরের মিথ্যা পরিচয় দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের বাড়ি যান। বাড়ি গিয়ে নানা কৌশলে নজরুলকে নির্বাচনে পাশ করিয়ে দেবার আশ্বাস দিয়ে সাড়ে ৫ লাখ টাকা দাবি করেন। আগামী ১১ জুনের মধ্যে ৩ লাখ, ২২ জুনের মধ্যে ২ লাখ এবং নির্বাচনের আগের দিন ৫০ হাজার টাকা দেয়ার জন্য বলেন। এছাড়া আরও কয়েকজন প্রার্থীকেও পাশ করিয়ে দেবার কথা বলে এমনভাবে টাকা দাবি করেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আতিককে বৃহস্পতিবার নগরের ইটাহাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত হৃদয় আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের কাছে প্রতারণার উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থীদের ফেল করানোর ভয় দেখিয়ে এবং পাশ করানোর আশ্বাস দিয়ে টাকা দাবি করে আসছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
X
Fresh