• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রতি বৃহস্পতিবার হাজিরার শর্তে রনির জামিন

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৭ জুন ২০১৮, ১৭:১৮

চাঁদা দাবি ও একটি বেসরকারি কলেজের অধ্যক্ষকে মারধরের মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চাঁদাবাজির একটি মামলায় কারাবন্দি রনি জামিন চেয়ে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছিলেন।

বিচারক মোহাম্মদ শফিউদ্দিন রনির আবেদন গ্রহণ করে তাকে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর জিম্মায় জামিন দেন। প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরার শর্ত সাপেক্ষে এ আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আজিম রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

এর আগে গেল সোমবার চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদা দাবির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রনি। পরে আদালত জামিন নামঞ্জুর করে নুরুল আজিম রনিকে কারাগারে পাঠান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে বিচারক হয়ে যাচ্ছেন ঢাকার ঋতি
ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
তীব্র গরমে আদালতে পরতে হবে না কালো কোট-গাউন
X
Fresh