• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রতিদিন রাতেই গৃহকর্মী মীমকে মারধর করতেন শিক্ষিকা ফারজানা

নেত্রকোনা প্রতিনিধি

  ০৭ জুন ২০১৮, ১৬:২৯

নেত্রকোনায় রোকেয়া আক্তার মীম নামের ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ফারজানা আক্তার (৩০) নামের এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।

আটক শিক্ষিকা হলেন শহরের নাগড়া এলাকার বাসিন্দা শিক্ষক রাসেল মামুনের স্ত্রী এবং সদর উপজেলার উত্তর বিশিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

গৃহকর্মী মীম সদর উপজেলার চল্লিশা রাজেন্দ্রপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ গৃহকর্মীকে উদ্ধারের পর শিক্ষিকা ফারজানাকে আটক করে থানায় নিয়ে আসে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান আরটিভি অনলাইনকে জানান, বেশকিছু দিন ধরে কাজের মেয়ে মীমকে মারধর করে আসছিলেন ফারজানা। সর্বশেষ গতকাল বুধবার রাতে আবার মীমকে মারধর করেন ফারজানা। বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ওসি জানান, মীমের মাথায়, চোখের পাশে, মুখে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর মীমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহকর্মীর মৃত্যু : ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে অব্যাহতি
গৃহকর্মীর সঙ্গে যা করলেন রজনীকান্ত (ভিডিও)
পুলিশ কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা
১০ তলা থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু
X
Fresh