• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ, আটক ৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৬, ২৩:৩৪

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের সময় আলুটিলায় নৈশ কোচে হামলার দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। ইউনাউটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি এ অবরোধের ডাক দেয়।

আটককৃতরা হলেন, শ্যামল জ্যোতি ত্রিপুরা, রুবেল ত্রিপুরা, গৃলন ত্রিপুরা ও সজীব ত্রিপুরা।

পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, সহসভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার এই অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু আরটিভি অনলাইনকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ পাহারায় খাগড়াছড়িগামী নৈশ কোচ আলুটিলার সেগুন বাগানে পৌঁছালে পাহাড়ের ওপর থেকে ইট, গুলতি ছোঁড়ে পিকেটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

তবে আকস্মিকভাবে এ অবরোধের ডাক দেয়ায় জেলা শহরে আটকা পড়েছিল সাজেকগামী বেশ কিছু সংখ্যক পর্যটক। পরে পুলিশ পাহারায় তাদের নিয়ে নিয়ে যাওয়া হয়।

অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।

এসইউ/কে / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh