• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে বিঘ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৬ জুন ২০১৮, ১১:২৮

বঙ্গবন্ধু সেতুর ওপর দুটি ট্রাকের ধাক্কায় পোর্টেবল ব্যারিয়ার ছিটকে উভয় লেন বন্ধ হয়ে বুধবার সকালে যান চলাচল বিঘ্ন ঘটে।

সেতুর ওপর সকাল সাড়ে ৬টার দিকে ১৩ নম্বর পিলারের কাছে মাঝখানে দক্ষিণ লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী দুটি পণ্যবাহী ট্রাক একটি আরেকটিকে ধাক্কা দেয়। দক্ষিণ লেনের মাঝখানে পোর্টেবল ব্যারিয়ার সড়ে গিয়ে উত্তর লেনের দিকে ছিটকে পড়ে। আর এ কারণে সেতুর উভয় লেনেই যান চলাচল বিঘ্ন ঘটে। বিড়ম্বনায় পড়েন সেতুর উভয় পারে অপেক্ষমান শত শত ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহনের হাজারও যাত্রী। তবে সকাল ৯টার পর অবস্থা স্বাভাবিক হতে থাকে।

অন্যদিকে, সেতুর পূর্বপারে প্রায় দেড় কিলোমিটার পেছনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈলে বুধবার ভোরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়।

এ ঘটনায় সেতুর পূর্ব পাড়ের মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয় বলে সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান।