• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্ক্যানিং করে পায়ুপথ থেকে দেড় কেজি ওজনের স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

  ০৫ জুন ২০১৮, ১৫:১৯

ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বারসহ মহিউদ্দীন (৩৪) নামে একজন পাসপোর্ট যাত্রীকে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।

মঙ্গলবার সকালে ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ুপথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক মহিউদ্দীন কুমিল্লার তিতাস উপজেলার কান্তি গ্রামের সাহারিয়া ভূঁইয়ার ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করা হলে তার পায়ুপথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে ১ কেজি ৩২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : দুই বছর পরও মিতু হত্যার দ্রুত চার্জশিট দেবে পুলিশ!
--------------------------------------------------------

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান আরটিভি অনলাইকে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
X
Fresh