• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারতে পাচারকালে বেনাপোলে ১২ স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি

  ০৫ জুন ২০১৮, ১৩:২৪

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বার উদ্ধারসহ মহিউদ্দীন (৩৪) নামে এক যুবককে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক মহিউদ্দীন কুমিল্লার তিতাস উপজেলার কান্দি গ্রামের শাহরিয়ার ভূঁইয়ার ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। পরে তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করে পায়ু পথে স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। পরে এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
মাধবদীতে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু
X
Fresh