• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার দোকান পুড়ে ছাই, নিহত ১

ফেনী প্রতিনিধি

  ০৫ জুন ২০১৮, ১১:৪৬

ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরে আলম একজন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেছেন। নুরে আলম আরকে হার্ডওয়ারের কর্মচারী। তিনি ফেনী সদর উপজেলার মাইজবাড়িয়া এলাকার নুরুল করিমের ছেলে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের বড় মসজিদের সামনে আরকে হার্ডওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সুকোমল পালের দোকান, ইমো মেডিসিন ও ফেরাজ হার্ডওয়ারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৪টি দোকান পুড়ে যায়।

ফেনী জেলা ফায়ার স্টেশন অফিসার তৌফিকুল ইসলাম ভূঁঞা আরটিভি অনলাইনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরকে হার্ডওয়ারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
X
Fresh