• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে ফ্লাইওভারেও থৈ থৈ জল

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৫ জুন ২০১৮, ১০:০১

এখনো ভরা বর্ষা নামেনি। তারপরও অল্প বৃষ্টি হলেই চট্টগ্রাম নগরীতে জলজটের সৃষ্টি হয়। আর এই জলজট নিত্যদিনের ঘটনা। তাই বলে ফ্লাইওভারেও জলজট? অবাক হলেও সত্য গতকাল চট্টগ্রাম ফ্লাইওভারে জলজটের সৃষ্টি হয়েছিল।

সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আখতরাজ্জামান ফ্লাইওভারের ওয়াসা মোড় সংলগ্ন বাওয়া স্কুল এলাকার ফ্লাইওভারে এ জলজট দেখা দেয়। এদিন বিকেল সাড়ে ৩টার পর থেকে ঘণ্টাখানেক নগরে মুষলধারে বৃষ্টি হয়। এ বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চলের পাশাপাশি আখতারুজ্জামান ফ্লাইওভারেও জলজট দেখা দিয়েছে।

সিএনজি অটোরিকশা চালক আলতাফ হোসেন জানান, শহরে পানি উঠতে দেখছি, কিন্তু কখনো ফ্লাইওভারে পানি উঠতে দেখিনি। আজব ফ্লাইওভার।’

সিএনজি অটোরিকশার এক যাত্রী জানান, ফ্লাইওভারের পানি নিষ্কাশনের জন্য যে পাইপ ব্যবহার করা হয়েছে, তা নিশ্চয়ই ছোট। না হলে বৃষ্টির পানি কেন ফ্লাইওভারে জমে থাকবে। নিশ্চয়ই ফ্লাইওভার নির্মাণে ত্রুটি রয়েছে। ফ্লাইওভারে জমে থাকা পানির ওপর দিয়ে যান চলাচল করা অত্যন্ত ঝুঁকির। বিষয়টি খতিয়ে দেখা দরকার বলেও মত প্রকাশ করেন তিনি।