• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ডা. আকরাম হত্যা : সাবেক এমপিসহ ৮ জনের যাবজ্জীবন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৬, ১৭:০৬

যশোরে ডাক্তার আকরাম আলী হত্যার চাঞ্চল্যকর মামলায় জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য এম এম আমিন উদ্দিনসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এম এম আমিন উদ্দিন ছাড়া অন্য দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সৈয়দ আলী, শেখ আসাদুল্লাহ, সাংবাদিক নজরুল ইসলাম, গোলাম মাসুদ বাচ্চু, হাবিবুর রহমান, কাজী গোলাম হয়দার ও উষা মোল্লা।

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক, এম এ রব হাওলাদার এ দণ্ডাদেশ দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।

২০০৬ সালের ১৩ আগস্ট যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ডাক্তার আকরাম আলীতে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহতের ভাই ডা. আশরাফ আলী অভয়নগর থানায় হত্যা মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh