• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় ভারতীয় রূপার গহনাসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৪ জুন ২০১৮, ১৫:০২

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় সাড়ে ১৬ কেজি ওজনের ভারতীয় রূপার তৈরি গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাতে দর্শনা মুজিবনগর সড়কের পুরাতন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক চোরাকারবারির নাম উজ্বল হোসেন (৩২)। তিনি কেরুজ বাজারপাড়ার আলম হোসেনের ছেলে।

বিজিবি দর্শনা কোম্পানি সদর ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলামের এর নেতৃত্বে বিজিবি জওয়ানরা রোববার রাতে দর্শনা মুজিবনগর সড়কের পুরাতন বাজারে একটি অ্যাপাচি আরটিয়ার মোটরসাইকেলসহ (যশোর-ল ১২-০৯১৫) উজ্বল হোসেনকে আটক করে। পরে রাতেই চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর লৎফুন কবীর দর্শনা বিজিবি ক্যাম্পে পৌঁছে মোটরসাইকেলটি খুলে ট্যাংকির ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় রূপার তৈরি গহনা উদ্ধার করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাস্তার পাশে মাদক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ
--------------------------------------------------------

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-পরিচালক মেজর লুৎফুল কবীর সাংবাদিকদের জানান, মাদকসহ সোনা ও রূপা পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যেই এ ধরনের চোরাকারবারির সঙ্গে জড়িত থাকবে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
৯২ বছরে পঞ্চমবার বিয়ে করছেন রুপার্ট মারডক
কোম্পানীগঞ্জে পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপা জিতলেন জহির
X
Fresh