• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্কুল বন্ধ, বন্ধ নেই কোচিং বাণিজ্য

মো. আবুল হোসেন সরদার,শরীয়তপুর

  ০৪ জুন ২০১৮, ১২:৩৩

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যালয়ে কোচিং বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। রমজানে বিদ্যালয় বন্ধ থাকার পরেও কতিপয় শিক্ষক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চালিয়ে যাচ্ছেন জমজমাট কোচিং বাণিজ্য।

শিক্ষকরা বলছেন রমজানের বন্ধে শিক্ষার্থীদের লেখা-পড়ার চর্চা থাকার জন্য পড়ানো হচ্ছে। তবে প্রধান শিক্ষক বলছেন স্থানীয় কয়েকজন শিক্ষক কোচিং করায়। এরা আমার কথা মানছে না।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ডামুড্যা বালিকা উচ্চবিদ্যালয়ের কতিপয় শিক্ষক রমজানে বিদ্যালয় বন্ধের সুযোগে শ্রেণিকক্ষেই কোচিং বাণিজ্য শুরু করেছেন। তাদের মধ্যে সাগর ইংরেজি, গৌরসুন্দর গণিত, শফিকুল ইসলাম গণিত, অমৃত ধর গণিত, রথীন্দ্র কান্ত মিস্ত্রি কৃষি, সোলায়মান কবীর ইংরেজি, মোক্তার হোসেন অপু গণিত পড়াচ্ছেন। তারা ৮ম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদেরকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই কোচিং করে থাকেন। কোনো কোনো শিক্ষক আবার বলছেন প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই কোচিং করছেন। আবার কেউ কেউ বলছেন আজকে থেকেই পড়ানো শুরু করেছি। আবার কেউবা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের পড়াচ্ছেন বলে দাবি করছেন। এমনিভাবে তারা সারা বছরই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত সর্বদাই কোচিং বাণিজ্য করে আসছেন। এসব কারণে তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াশোনা করান না। প্রাইভেট পড়ানো একটা নেশা হয়ে দাঁড়িয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সবচেয়ে উঁচু গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে ছাত্রের মৃত্যু
--------------------------------------------------------