• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি

  ০৪ জুন ২০১৮, ০৮:৩৩

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দুই বছরের শিশুকন্যা তানজিলাকে শ্বাসরোধ করে হত্যার পর মা নাদিয়া বেগম (২২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাদিয়া বেগম উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের তারাজুল ফকিরের স্ত্রী।

সারিয়াকান্দি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘর থেকে নাদিয়া বেগমের মরদেহ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি শিশুটিকেও উদ্ধার করে থানায় আনা হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, নাদিয়া বেগমের শাশুড়ির সঙ্গে তার দুই বছরের শিশুকন্যা তানজিলা আকতার বেড়াতে যেতে যায়। কিন্তু দাদি বয়স্কজনিত কারণে তানজিলাকে বেড়াতে নিয়ে যেতে রাজি না হওয়ায় শিশুটি কান্নাকাটি করতে থাকে। এরই একপর্যায়ে মা মেয়ে নাদিয়া বেগম তানজিলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি নিজেও গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
X
Fresh