• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, বিস্ফোরণে ২ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি

  ০৩ জুন ২০১৮, ১১:০৫

নোয়াখালীর সদর উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা গাছের সঙ্গে ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার ভোরে সদর উপজেলার ডাক্তার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই জনকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রোববার ভোরে পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগতি থেকে নোয়াখালী জেলা শহরের মাইজদির উদ্দেশ্য ছেড়ে আসে অটোরিকশাটি। পথে সোনাপুর আলেক জেন্ডার সড়কের ডাক্তার বাজার কাছে পৌঁছলে অটোরিকশাটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত অবস্থায় অপর তিনজনকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh