• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডিবির হাতে আটকের পর আতঙ্কে মাদকসেবীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

  ০৩ জুন ২০১৮, ১০:০৮

পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে আটক হওয়ার পর কাজল শেখ মাজু (৪১) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১২টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই মাদকসেবীর মৃত্যু হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান জানান, তাকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

কাজল শেখ মাজুর বাড়ি পঞ্চগড় জেলা শহরের নিউ মার্কেট এলাকায়। তিনি ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাজল শেখ মাজুকে এক পুড়িয়া গাঁজাসহ জেলা শহরের বানিয়াপট্টি এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার প্রস্তুতি নেয়ার সময় শ্বাসকষ্টসহ বুকে ব্যাথা অনুভব করেন মাজু। পরে পুলিশ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মাজুর মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, কাজল শেখ মাজু দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিলেন। তবে এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পঞ্চগড় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় আরটিভি অনলাইনকে বলেন, গাঁজাসহ আটকের পর কাজল শেখ মাজুকে ভ্রাম্যমাণ আদালতে নেয়ার প্রস্তুতি চলছিল। এসময় হঠাৎ অসুস্থ্য বোধ করলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ২ মাদকসেবীর কারাদণ্ড
X
Fresh