• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতনিধি

  ০২ জুন ২০১৮, ২০:৪১

ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতাসহ একাধিক মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি কেএম তরিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টার দিকে শাহজাদপুর পৌরসভা ভবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১০ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা তরিকুল ইসলাম আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে পৌরভবনের পাশে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নির্বাচনের আগে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও পৌর বিএনপির সভাপতি তরিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তারের তীব্র নিন্দা তার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম।