• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশুলিয়ায় সোনার দোকানে ডাকাতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০১৮, ২০:০৩

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সোনার দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ একলাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।

ডাকাতিতে বাধা দেয়ায় জুয়েলার্সের মালিকসহ দুই জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কুমকুমারী বাজারে সততা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, জুয়েলার্সে ট্যাক্সি ক্যাবে ৬-৭ সদস্যের একদল ডাকাত এসে হানা দেয়। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জুয়েলারি দোকান থেকে ৪০ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ একলাখ টাকা লুট করেছে বলে তথ্য পেয়েছি। ডাকাতরা সততা জুয়েলার্সের মালিক বিপ্লব সরকার (৪২) ও কর্মচারী বিদ্যুৎ রায়কে (৩৪) কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ডাকাতি হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়েছে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
X
Fresh