• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে গোলাগুলি, অস্ত্রসহ ৪ ‘জেএমবি’ গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, বাগেরহাট

  ০৩ নভেম্বর ২০১৬, ১০:০৬

বাগেরহাট সদর উপজেলার দড়াটানা ব্রিজ এলাকা থেকে সন্দেহভাজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোরশেদ আলম (২০), সাইফুল ইসলাম (৩৬), মো. মোকসুদুর রহমান ওরফে তোতা (২৪) ও মো. জহিরুল ইসলাম (২২)।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, বুধবার রাত ১২টার দিকে দড়াটানা ব্রিজ এলাকায় ‘জেএমবির’ চার সদস্য গোপন বৈঠক করছেন বলে খবর আসে। এরপরই জেলা গোয়েন্দা পুলিশ ও বাগেরহাট মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালায়। ‘জঙ্গিরা’ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে ও গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে চারজনকে আটক করা হয়।

গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে একটা ওয়ান শুটারগান, দুটা গুলি, চারটা হাতবোমা ও একটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানান তিনি।

পঙ্কজ চন্দ্র রায় জানান, মডেল থানায় আলাদা চারটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, সরকারি কাজে বাধা দেওয়া ও তথ্যপ্রযুক্তি আইনে এসব মামলা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh