• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাগরে জেলেদের জালে ৬৫ হাজার টাকার হাঙ্গর

পটুয়াখালী প্রতিনিধি

  ৩১ মে ২০১৮, ১৮:২৭

পটুয়াখালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি হাঙ্গর মাছ। এটিকে স্থানীয় ভাষায় বলা হয় কাঙ্গট মাছ।

বৃহস্পতিবার ভোরে গভীর সাগরে ইলিশ শিকার এর সময় মো. রফিকুল ইসলামের জালে ৬৫ কেজি ওজনের এ হাঙ্গরটি ধরা পড়ে। পরে মাছটি জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে নিয়ে আসেন তনি।

এরপর খুলনার মৎস্য ব্যবসায়ী মনসুর আলী মোল্লার কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেন রফিকুল ইসলাম।

এদিকে সামুদ্রিক এ মাছটি সাগর থেকে তীরে নিয়ে আসলে উৎসুক লোকজন দেখার জন্য ভিড় জমান।

মাছটির ক্রেতা মনসুর আলী মোল্লা আরটিভি অনলাইনকে জানান, আমি ৬৫ হাজার টাকায় এ মাছটি ক্রয় করেছি। এটি কেটে শুকিয়ে শুঁটকি বানাবো। এরপর দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করবো। হাঙ্গরের শুঁটকি খেতে সুস্বাদু, তাই এর চাহিদা অনেক বেশি।

রাঙ্গাবালীর চরমোন্তাজের মৎস্য ব্যবসায়ী আজাদ সাথী আরটিভি অনলাইনকে জানান, গভীর বঙ্গোপসাগরে মাঝে মধ্যে এ রকম হাঙ্গর মাছ জেলেদের জালে ধরা পড়ে। সামুদ্রিক এ মাছটি খেতে সুস্বাদু হওয়ায় এটির দাম খুব বেশি হয়।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 
X
Fresh