• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিকসহ নিহত ৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০১৮, ১৭:০৫

গোপালগঞ্জ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথক এই দুর্ঘটনা দুটি ঘটে।

এর মধ্যে গোপালগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক ও ঝিনাইদহে পাওয়ার ট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে ১ কৃষক নিহত হয়েছেন।

আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাঠ ইউনিয়নের সাতাশিয়া এলাকায় একটি ধানবোঝাই ট্রাক উল্টে গেলে ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন।

নিহতরা হলেন বিকাশ মণ্ডল(৪০), মাধবেন্দু সরদার (৫০) ও রবীন্দ্র সরদার (৫০)। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগরে।

--------------------------------------------------------
আরও পড়ুন : প্রাকৃতিক দুর্যোগের কারণে আম নিয়ে শঙ্কায় চাষি
--------------------------------------------------------

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, কাশিয়ানী থেকে কয়েকজন শ্রমিক ট্রাকবোঝাই ধান নিয়ে নিজ এলাকা সাতক্ষীরায় ফিরছিলেন। গ্রামের সরু রাস্তার কারণে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। আহত হন আরও দুইজন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, সকালে কবির হোসেন বাড়ি থেকে পাওয়ার ট্রিলার নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে বাড়ির সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
X
Fresh