• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় ক্ষয় রোধে থাই রাজকুমারীর বিন্না ঘাস রোপণ

চট্টগ্রাম প্রতিনিধি

  ৩০ মে ২০১৮, ১৪:৩৮

চট্টগ্রামে পাহাড়ের ক্ষয় রোধে বিন্না ঘাস লাগানোর প্রকল্প উদ্বোধন করেছেন থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ণ।

বুধবার সকালে নগরীর টাইগার পাস এলাকায় বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্বোধন করেন তিনি।

এর আগে থাই রাজকন্যা অনুষ্ঠানস্থলে পৌঁছলে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন তাকে স্বাগত জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত প্যানপিমন সোয়ানাপুগন্স।

থাই রাজকন্যা এক গুচ্ছ বিন্না ঘাস রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় বক্তারা বলেন, এই ঘাস মাটি ধস রোধ করে থাকে। এ বিন্না ঘাস প্রকল্প চট্টগ্রামের পাহাড় ধসে রোধ করবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘বড় ভাই’ ছিনতাইকারী চক্রের সাত সদস্য আটক
--------------------------------------------------------

থাইল্যান্ডের সাইপাট্টানা ফাউন্ডেশনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। অনুষ্ঠান শেষে থাইল্যান্ডের রাজকুমারীর সম্মানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

থাই রাজকন্যার স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন কোর্ট বিল্ডিং, সিআরবি ও জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে। চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি শেষে একইদিন বিকেলে একটি ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
ঘাস কাটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
X
Fresh