• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিন্দুদের বাড়িতে তাণ্ডব, নাসিরনগরের ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০১৬, ১৫:০১

হিন্দুদের বাড়িতে তাণ্ডব ও মন্দির ভাঙচুরের ঘটনায় প্রত্যাহার করে নেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে। তাকে জেলা পুলিশ লাইনে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। বুধবার বেলা আড়াইটার দিকে এ নির্দেশ দেয়া হয়।

গেলো ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবক ফেসবুকে ছবি পোস্ট করেন। যে ছবিতে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগ করা হয়েছে।

খবর ছড়িয়ে পড়লে নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ চলাকালে হঠাৎ হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয় কয়েকশ’ লোক। এ সময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং তাদের মন্দিরের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।

এ ঘটনায় পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। পরে রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন।

এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh