• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গলদা চিংড়ির রেনু পোনাসহ আটকের পর ৬ জনকে কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

  ২৮ মে ২০১৮, ১৭:৩২

পটুয়াখালীর গলাচিপায় ১২ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ছয়জনকে আটক পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ কারাদণ্ড দেন। পাশাপাশি রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করেন।

এর আগে রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালেদ মাহামুদের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়।

অভিযানে গলাচিপা উপজেলার কাজল নদী থেকে তিনটি ট্রলার ভর্তি ১০ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এসময় রুস্তুম (৫০), সঞ্জীব (৩০) ও ফরিদ (২৫) নামে তিনজনকে আটক করা হয়। আটকরা সবাই খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা।

পরে ভ্রাম্যামণ আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ১০ ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
-------------------------------------------------------

অপরদিকে গলাচিপা ১নম্বর ওয়ার্ডের হেলাল সিকদারের গদিতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এসময় সাহেব আলী (৫০), ইব্রাহীম (৩০) ও কিশোর রবিউল (১৮) নামে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যামণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিন ও দুইজনকে এক মাসের কারাদণ্ড দেন। এছাড়া জব্দ করা গলদা চিংড়ির রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করেন।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
জলকেলির মধ্য দিয়ে কুয়াকাটায় সাংগ্রাইন উৎসব শুরু
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
পটুয়াখালীতে ঝড়ের তাণ্ডবে ২ জনের মৃত্যু
X
Fresh