• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

আরটিভি অনলাইন

  ২৭ মে ২০১৮, ১৪:৪৫

ঝিনাইদহে মাদক মামলায় লাভলী বেগম (৩৫) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম আজম এ রায় দেন।

লাভলী বেগম কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত বদরুল ইসলামের মেয়ে।

কোর্ট ইন্সপেক্টর ফিরোজা কুলসুম জানান, ২০১৩ সালের ১৮ এপ্রিল লাভলী বেগমকে জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। সাক্ষী প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন। লাভলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এদিকে লক্ষ্মীপুরে মো. সাজ্জাদ আরেফিন অভি (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে শহরের তিতাখাঁ মসজিদ সংলগ্ন মিয়া বাড়ি সড়ক থেকে ১২ পিস ইয়াবাসহ র‌্যাব-১১ তাকে গ্রেপ্তার করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর কালেক্টরেট সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাবিরুল আহসান। দণ্ডপ্রাপ্ত অভি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
X
Fresh